ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-30 15:58:47

ইসরায়েলের কাছে ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া ‘জরুরি পরিস্থিতি’ দেখিয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।

এরই মধ্যে চলতি মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের অনুরোধে অস্ত্র বিক্রির ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারনে ইসরাইল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীতার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক হুমকি মোকাবেলাসহ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২০০ ইসরায়েলি প্রাণ হারায়।

এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমাবর্ষণ ও পরে সর্বাত্মক অভিযান শুরু করে। তাদের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এ সম্পর্কিত আরও খবর