ইরানে ভয়াবহ হামলার কঠোর নিন্দা জানালেন গুতেরেস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-04 16:07:17

ইরানের বিপ্লবী গার্ড জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় জোড়া বিস্ফোরণের ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গুতেরেসের মুখপাত্র বুধবার (৩ জানিুয়ারি) রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, চার বছর আগে যুক্তরাষ্ট্রের চালানো এক হামলায় সোলাইমানি নিহত হন বলে জানা গেছে।

গুতেরেসের মুখপাত্র বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেরমান নগরীতে এক স্মরণসভা অনুষ্ঠানে আজকের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সেখানে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।’

এদিকে, কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের পৃষ্ঠপোষকতায় ওই হামলা হয়েছে বলে দাবি করেছেন কুদস ফোর্সের নেতা ইসমাইল কানি।

তিনি বলেন, ইরানে 'রক্ত পিপাসু’রা আক্রমণ করেছে। ইসরায়েল এবং মার্কিন সমর্থনে হামলা হয়েছে ইরানে। তিনি শোক প্রকাশ করেন এবং কেরমানের জনগণের প্রতি সমবেদনা জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এই হামলায় জড়িতদের বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

এক লিখিত বিবৃতিতে ইব্রাহিম রাইসি বলেছেন, ‘নিঃসন্দেহে, ওই কাপুরুষোচিত কাজের অপরাধীদের শীঘ্রই চিহ্নিত করা হবে এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনীর মাধ্যমে তাদের জঘন্য কাজের শাস্তি দেওয়া হবে।’

এর আগে, তেহরান বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের অধ্যাপক হাসান আহমেদিয়ান বলেছেন, কেরমানে জেনারেল কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ইরানে বড় প্রশ্ন তৈরি হয়েছে, কারা এই হামলা চালিয়েছে?

এ সম্পর্কিত আরও খবর