নির্বাচনে অংশ নিতে ট্রাম্পের আপিলের শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-06 12:58:23

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি-না তা নির্ধারণের জন্য এটি একটি ঐতিহাসিক মামলার শুনানি করবে। শনিবার (৬ জানুয়ারি) বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মাসে কলোরাডোর আদালত ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা করে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্প। বিচারকরা তার এ আপিলের শুনানি করতে সম্মত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে এ মামলার শুনানি হবে এবং যে রায় দেওয়া হবে সেটি পুরো দেশজুড়ে কার্যকর হবে।

আদালতের এ রায়ের মাধ্যমে নির্ধারিত হবে গৃহযুদ্ধের সময়কার ১৪তম সংশোধিত সংবিধান অনুযায়ী, ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হবেন কি না। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা আছে, যারা বিদ্রোহ জড়িত হবে তারা নির্বাহী অফিসের কোনো পদে আসীন হতে পারবেন না। তবে সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের ক্ষেত্রে এই সংশোধনী প্রযোজ্য নয়। কারণ তিনি ওই সময় দেশের প্রেসিডেন্ট ছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিন বছর আগে, নির্বাচনে কারচুপির মিথ্যা গুজব রটিয়ে ক্যাপিটল হিলে দাঙ্গা লাগানোর অভিযোগ রয়েছে। আর এ অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার চেষ্টা চালানো হচ্ছে।

২৭টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা আদালতকে কলোরাডোর রায় প্রত্যাখ্যান করার জন্য একটি সংক্ষিপ্ত আবেদন করার পরে মিঃ ট্রাম্পের আপিলের শুনানির জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসে।

এতে, তারা যুক্তি দেয় যে ট্রাম্পকে ব্যালট থেকে সরিয়ে দেওয়া হলে এটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। স্পষ্টতই, কয়েক সপ্তাহ আগে জমা পরা এই আবেদন নির্বাচনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

কলোরাডোর আদালতের পাশাপাশি মেইনে রাজ্য নির্বাচন কর্মকর্তাও ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হিসেবে ঘোষণা করেছেন।

এদিকে শুক্রবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ঘোষণার পর, কলোরাডোর সেক্রেটারি অফ স্টেট জেনা গ্রিসওল্ড বলেছেন যে তিনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজ্যের যে ব্যালটগুলিকে প্রত্যয়িত করেছেন এবং ট্রাম্পের নাম তাদের মধ্যে রয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে রিপাবলিকান পার্টির নেতা হিসেবে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সম্পর্কিত আরও খবর