কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২৩

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-13 22:45:01

উত্তর-পশ্চিম কলম্বিয়ায় একটি ভূমিধসে কমপক্ষে ২৩ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, মেডেলিন এবং কুইবডো শহরের সাথে সংযোগকারী রাস্তাটি বেশ কয়েকটি ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। সেখানকার সড়কের একটি এলাকায় অনেকে যানবাহন থামিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় মেয়র বলেছেন, ভূমিধসের কারণে ওই সড়কে চাপা পড়া যানবাহনের মধ্যে কিছু মানুষও আছেন। প্রশান্ত মহাসাগরের সীমানায় চোকো প্রদেশে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের ফলে এই ভূমি ধসের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, সড়কে ভূমিধসে চাপা পড়া অনেক গাড়ি ধ্বংস হয়ে গেছে। কিছু গাড়ি কাদা ও পাথরে চাপা পড়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্রোতো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে বর্তমানে খরা মৌসুম চলছে। তবে পূর্বে প্রশান্ত মহাসাগরীয় এবং আমাজন বনের সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির জলবায়ু, আবহাওয়া ও পরিবেশ বিদ্যা সংস্থা।

এ সম্পর্কিত আরও খবর