ভারী বৃষ্টিতে ব্রাজিলে ১১ জনের মৃত্যু

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-15 20:39:25

ব্রাজিলে মুষলধারে বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে, গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির দমকল বাহিনীর বরাত দিয়ে সোমবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির দমকল বিভাগ জানিয়েছে, রাজধানী রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলে ঝড় আঘাত হানার পর ভূমিধস, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলাকার মানুষ মারা যায়। তারা এখনও একজন নারীর সন্ধান করছেন ওই নারীর গাড়ি নদীতে পড়ে যাওয়ার পরে নিখোঁজ হয়েছিলেন। দমকলকর্মীরা এখনও তার সন্ধান পায়নি।

মেয়র এডুয়ার্ডো পেস পরিস্থিতিটিকে "জরুরী" ঘোষণা করেছেন এবং মানুষকে তাদের নিজস্ব সুরক্ষার জন্য বাড়িতে থাকতে এবং উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত না করার জন্য আহ্বান জানিয়েছেন। পানির কারণে প্রায় এক ডজন বাস লাইন এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে।

রাজধানীর অন্যতম প্রধান রাস্তা আভেনিদা ডি ব্রাসিলের কিছু অংশে পানি বেড়ে গাড়ির ছাদ স্পর্শ করেছে। এছাড়া জলাবদ্ধতার কারণে সেখানে এক ডজন বাস লাইন ও বেশ কটি মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেছে।

প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী একটি জাতীয় সংস্থা জানিয়েছে, রিও ডি জেনিরো রাজ্যের আশেপাশের আটটি শহরে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর