ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো পাকিস্তান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-17 18:09:48

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত হওয়ার পর তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং নিজ দেশ থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ।

এনডিটিভি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলাটি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের পাঞ্জগুরের কাছে ঘটে এবং ওই হামলায় দুই শিশুর মৃত্যু্এবং তিনজন আহত হয়।উল্লেখ্য, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মধ্যে এই ঘটনা ঘটলো।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেছেন, ‘গত রাতে ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের বিপরীতে অপ্রীতিকর এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ওই হামলা জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিরও লঙ্ঘন।’

ইরানের বার্তা সংস্থা তাসনিম এর আগে জানিয়েছিল যে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জইশ আল-আদল জঙ্গিদের দুটি ঘাঁটি গত মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে ধ্বংস করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর