কানাডার অ্যাথলেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া পোল ভল্টার শন বারবার অসুস্থতাজনিত কারণে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। তার প্রতিনিধি পল ডয়েল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পোল ভল্টার শন ২০১৬ সালের জানুয়ারিতে পুরুষ দলের হয়ে অ্যাথলেটে রেকর্ড স্থাপন করেন। তিনি টরন্টোতে ২০১৫ সালের প্যান আমেরিকান গেমসে স্বর্ণপদক অর্জন করেন এবং সেই বছরের শেষের দিকে চীনের বেইজিং-এ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএফ) আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসেবে জয় লঅভ করেন।
অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসাগত জটিলতার কারণে বুধবার টেক্সাসের কিংউডে তার নিজ বাড়িতে তিনি মারা যান।কলেজ ছাত্র হিসাবে তিনি ইউনিভার্সিটি অফ অ্যাক্রনের ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের সদস্য ছিলেন। এখানেও তিনি তিনবার এনসিএএ চ্যাম্পিয়নশিপ জিতেন। বিবৃতিতে বিশ্ববিদ্যালয় পোল ভল্টার শন বারবারকে একজন পছন্দের সতীর্থ হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করেন।