গাজায় ইসরায়েলের হয়ে গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-20 20:50:44

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হয়ে গত ডিসেম্বর থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ৫০ বারেরও বেশি সময় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য।

সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের আকরোতিরি বিমান ঘাঁটি থেকে স্যাডো আর-১ প্লেন উড্ডয়ন করে গাজার ওপর এসব নজরদারি চালানো হয়েছে।

এক অনুসন্ধানী প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতা এবং মিডিয়া সংগঠন ‘ডিক্লাসিফাইড ইউকে’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি যুক্তরাজ্যের সরকারের কাছে জানতে চেয়েছিল গাজায় কতটি নজরদারি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং কী ধরনের তথ্য ইসরায়েলের সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি সরকার। তবে দেশটির সেনাবাহিনী গত ডিসেম্বরে জানিয়েছিল, তারা গাজায় শুধুমাত্র জিম্মিদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চালাবে।

তবে সংস্থাটির দাবি, শুধুমাত্র জিম্মিদের তথ্য সংগ্রহের জন্য এতবার নজরদারি চালানো হয়নি। তারা বলেছে, ‘অত্যাধিক নজরদারি ফ্লাইট এবং এটি বিবেচনা করে যে, জিম্মিদের গাজায় নিয়ে যাওয়ার দুই মাস পর তাদের খুঁজে বের করতে নজরদারি চালানোর বিষয়টি সন্দেহ তৈরি করেছে, যুক্তরাজ্য শুধুমাত্র জিম্মিদের খুঁজে বের করতে সেখানে নজরদারি চালায়নি।’

এ সম্পর্কিত আরও খবর