দ্বি-রাষ্ট্র সমাধানই কার্যকর সমাধান: সুইডেন

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-22 17:05:08

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে বলেছেন, গাজার মানবিক সংকট এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দুই-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর সমাধান বলে মনে করেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিনি হামাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার প্রস্তাব করেছেন। ইসরায়েলের দ্বি-রাষ্ট্র সমাধানকে অস্বীকৃতি জানানোয় নিন্দা জানিয়েছে জর্ডান।

অন্যদিকে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলেন, এই দুর্দশা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান।ইসরায়েল সরকারের এমন উগ্র বর্ণবাদী এজেন্ডাকে নিন্দা করেছেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেছেন যে এটি ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান গ্রহণ করতে অস্বীকার করে বিশ্বকে অস্বীকার করছে ইসরায়েল। তারা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে অবজ্ঞা করছে এবং এখন সারাবিশ্বের একটি অবস্থান নেওয়ার সময় এসেছে।



এ সম্পর্কিত আরও খবর