প্রার্থী হওয়ার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-24 15:04:02

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইওয়া রাজ্যে জয়ের পর এবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যেও বড় জয় পেয়েছেন ট্রাম্প।

বুধবার (২৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এদিন ১১ শতাংশ বেশি ভোট পেয়ে নিকি হ্যালিকে পরাজিত করেছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৩ দশমিক ৬ শতাংশ ভোট।

জয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, এক এক করে সবাই নির্বাচন থেকে সরে গিয়ে তাকে সমর্থন দিলেও এখনও নিকি হ্যালি কেন প্রতিদ্বন্দ্বীতায় আছেন তা তার বোধগম্য নয়।

অপরদিকে প্রাইমারির ফল মেনে নিয়ে সাবেক প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে নিকি হ্যালি বলেন, তিনি এখনই সরে দাঁড়াচ্ছেন না। তিনি বলেন, 'আজ রাতে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তিনি এটি অর্জন করেছেন, আমি তা স্বীকার করছি।'

তিনি বলেন, তবে লড়াই এখনো শেষ হয়নি। আরও কয়েকটি রাজ্যের ভোট বাকি আছে। তিনি আশা করছেন, সাউথ ক্যারোলিনায় তিনি ঘুরে দাঁড়াতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর