প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে মাখোঁ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-25 16:30:17

ভারতের প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হাজির থাকার পাশাপাশি নয়াদিল্লি-প্যারিস দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রক সূত্রে এনডিটিভি জানিয়েছে, ‘বৃহস্পতিবার প্রথমে রাজস্থানের জয়পুরে অবতরণ করেন মাখোঁ। সেখান থেকে তিনি যাবেন অম্বর দুর্গ দেখতে। হেঁটেই দুর্গে উঠবেন তিনি।

এর পর ফরাসি প্রেসিডেন্টের গন্তব্য ‘বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র’ যন্তর মন্তর। সেখানেই মোদির সঙ্গে সাক্ষাৎ হবে তার, হবে ‘রোড শো’।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম প্রাচীন মানমন্দির যন্তর মন্তরের প্রতিষ্ঠাতা জয়পুরের রাজা সওয়াই জয় সিং। ১৭৩৪ সালে তার আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন হুগলির চন্দননগরের দুজন ফরাসি জেসুইটস পাদ্রি।

দ্বিপাক্ষিক বৈঠকের পরে সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারেন মোদি এবং মাখোঁ। উল্লেখ্য, দ্বিতীয় দফার প্রধানমন্ত্রিত্বে কোনও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সঙ্গে এটিই মোদীর শেষ বৈঠক।

গত জুলাই মাসে ফ্রান্সে গিয়েছিলেন মোদি। ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবসের উদযাপন অনুষ্ঠানের বিদেশি অতিথি হিসাবে ছিলেন তিনি। এ বার মাখোঁ এলেন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে।

মাখোঁকে নিয়ে মোট পাঁচ জন ফরাসি রাষ্ট্রনেতা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়েছেন। তারা হলেন, ভ্যালেরি গিসকার্ড ডি’ইস্টাইং (১৯৮০), জ্যাক শিরাক (১৯৯৮), নিকোলাস সারকোজি (২০০৮) এবং ফ্রাঁসোয়া ওলাঁদ (২০১৬)।

এ ছাড়া ১৯৭৬ সালে ফরাসি প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন শিরাক।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কাশ্মীর সমস্যা, পরমাণু পরীক্ষা বিতর্ক বা চীনের সঙ্গে সংঘাতের মতো অনেক পরিস্থিতিতে বহু দশক ধরেই ফ্রান্সকে পাশে পেয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের সমর্থনে ফ্রান্সই প্রথম এগিয়ে এসেছিল।

এ ছাড়াও ১৯৭৪ এবং ১৯৯৮ সালে ভারতের পরমাণু শক্তি পরীক্ষার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো যখন নিষেধাজ্ঞা জারি করে, তাতে যোগ দেয়নি ফ্রান্স।

শুধু তা-ই নয়, ২০২০ সালে চীনের সঙ্গে সীমান্ত বিবাদের সময় ফ্রান্সই প্রথম ভারতকে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছিল। মাখোঁর দুই দিনের ভারত সফরে আরও দৃঢ় হবে সেই মৈত্রীর বন্ধন।

এ সম্পর্কিত আরও খবর