যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইনস বোরোর ছয়টি পতিতালয় বন্ধ করে দিয়েছে এনওয়াইপিডি। কুইনসের করোনায় ম্যাসাজ পার্লারের আড়ালে পতিতাবৃত্তি ও যৌনপাচারের অভিযোগের ভিত্তিতে পতিতালয়গুলো বন্ধ করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে পার্লারগুলো পুরোপুরি চালু দেখতে পায়। পরে সকালে সেগুলো বন্ধ করে দেওয়ার কোর্ট অর্ডার সংগ্রহ করে পুলিশ এবং বিকেলের দিকে অভিযান চালিয়ে ব্যবসার নামে এই অবৈধ ব্যবসার দোকানগুলো বন্ধ করে দেয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রুজভেল্ট এভেনিউর বাসিন্দা ও ব্যবসায়ীরা এসব ম্যাসাজ পার্লারের বিরুদ্ধে তাদের উদ্বেগের কথা জানান ও সেখানে পতিতাবৃত্তি চলে বলে অভিযোগ আনেন। এগুলোর মধ্যে একটি পার্লার স্কুলের ৫০ ফুটের মধ্যে গড়ে তোলা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ইউএসএ টুডে এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিটি কাউন্সিল মেম্বার ফ্রান্সিসকো মোয়া এ বিষয়ে তার বিবৃতিতে বলেন, মেয়র এরিক অ্যাডামস নিজেই বিষয়টিতে উদ্বিগ্ন এবং তিনিই পুলিশকে এ ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।
কমিউনিটিতে মানসম্মত জীবন-যাপন নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে উল্লেখ করেছেন মেয়র এরিক অ্যাডামস। অভিযানের পর একটি পতিতালয়ের সামনে থেকে তিনি রিপোর্টারদের সঙ্গে কথা বলেন।
এনওয়াইপিডির সহকারী কমিশনার কাজ ডট্রি বলেন, এমন অবৈধ ব্যবসার যারা ভিকটিম তাদের গ্রেফতার করার কোনো আগ্রহ নেই কর্তৃপক্ষের। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের কাজ হচ্ছে তাদের সহায়তা করা। তবে যারা এসব অবৈধ ব্যবসায় জড়িত তাদের কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।