ইরান-পাকিস্তান সীমান্তে ৯ বিদেশি নাগরিককে গুলি করে হত্যা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-27 21:04:17

পাকিস্তান সীমান্তের কাছে শনিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ-পূর্ব ইরানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা নয়জন বিদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহরের বরাতে রয়টার্স জানিয়েছে, দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার পর সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার মধ্যেই এই ঘটনা ঘটলো।

মেহর জানিয়েছে, অশান্ত সিস্তান-বেলুচেস্তান প্রদেশের কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেনি।

বেলুচ অধিকারকামী গোষ্ঠী হালভাশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিহতরা পাকিস্তানি শ্রমিক, যারা একটি অটো মেরামতের দোকানে বাস এবং কাজ করতেন। এ হামলায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বেলুচেস্তান নামের দরিদ্র প্রদেশটিতে অনেকদিন ধরেই নিরাপত্তা বাহিনী, বিচ্ছিন্নতাবাদী ও আফগানিস্তান থেকে আফিম বহনকারী চোরাকারবারীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে আসছে।

ইরানের জ্বালানি তেলের দাম বিশ্বের সবচেয়ে কম। সে কারণে স্থানীয় চোরাকারবারিরা পাকিস্তান ও আফগানিস্তানে জ্বালানি তেল পাচারে উদ্বুদ্ধ করেছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানি ও ইরানের রাষ্ট্রদূতরা তাদের পোস্টিংয়ে ফিরে এসেছেন।

এ সম্পর্কিত আরও খবর