মার্কিন রণতরীতে হুতিদের রকেট হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-29 16:21:24

এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী লেভিস বি. পুলারে রকেট হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি জনগোষ্ঠী। এই যুদ্ধজাহাজ মার্কিন নৌবাহিনীতে লজিস্টিক সাপোর্ট দিতো। তবে নিজেদের কোনো যুদ্ধজাহাজে হামলা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন।

রোববার (২৮ জানুয়ারি) এই হামলা চালানো হয়।  তবে এতে কতজন হতাহত হয়েছে বা এডেন উপসাগরের কোথায় এই হামলা হয়েছে তা জানা যায়নি। হুতিরা বলছে, গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদস্বরুপ এই হামলা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি)  এক বিবৃতিতে গোষ্ঠিটি এই দাবি করেছে বলে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। 

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। রোববার জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় দেশটির তিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

এ হামলার ঘটনায় কড়া হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার জন্য তিনি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন।

এ সম্পর্কিত আরও খবর