মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার ইসলামিক রেজিস্ট্যানসের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-30 12:19:54

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যানস’। ফিলিস্তিনের গাজায় ‘ইসরাইলের হত্যাযজ্ঞের জবাব’ হিসেবে চার মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

সোমবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেজিস্ট্যানস জানিয়েছে, গাজায় জায়নবাদী রাষ্ট্রের গণহত্যার প্রতিক্রিয়ায় ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা রোববার (২৮ জানুয়ারি) ভোরে সিরিয়ার তিনটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরের একটি শত্রু ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। জর্ডানেই প্রথম হতাহতের ঘটনা ঘটলো।

জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৪ জন।

এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরুন প্রাথমিকভাবে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করেছিলেন। বাইডেন বলেছেন, ‘ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।’ 

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামেরন ও বাইডেনের অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। সোমবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা আইআরএনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বলেন, ‘আমরা আগেও বলেছি আর এখনো বলছি যে, বিরোধী গোষ্ঠীগুলো এই অঞ্চলে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কাজ করে। তারা ইরানের সরকার থেকে কোনো ধরনের আদেশ গ্রহণ করে না।’

ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে হামলার দায় স্বীকার করলো ইরাকের গোষ্ঠীটি। সোমবার (২৯ জানুয়ারি) গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাক ও এই অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের লড়াই অব্যাহত রয়েছে।'

গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান ও ঘাঁটিতে আরও বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ‘ইসলামিক রেজিস্ট্যানস’।


এ সম্পর্কিত আরও খবর