ভারতে আতশবাজি কারখানায় আগুন লেগে নিহত ৭

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-06 15:51:45

ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানায় ১০০ জন কর্মী ছিলেন। এখনও কারখানার ভেতরে বেশ কিছু শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভি এবং ডনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। তারপর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বহু দূর থেকে আগুন ও ধোঁয়া দেখা গেছে। এ ঘটনায় আশপাশের মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। হরদার জেলা প্রশাসক ঋষি গর্গ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর