ইসরায়েলকে চাপ প্রদানের অনুরোধ প্রত্যাখ্যান করলো আইসিজে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-17 13:37:27

গাজা উপত্যকার রাফাহ শহরে হুমকিমূলক আক্রমণ বন্ধে ইসরায়েলের উপর আরও আইনি চাপ দিতে জাতিসংঘ বিচার আদালতকে অনুরোধ করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক শীর্ষ আদালত। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ‘বিদ্যমান এ ব্যবস্থা মেনে চলতে বাধ্য’ উল্লেখ করে অনুরোধটি প্রত্যাখ্যান করে আদালত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় গণহত্যা কনভেনশনের লঙ্ঘনের মতো অপরাধ করছে বলে অভিযোগ করে প্রিটোরিয়ারা।

আদালত এখনও অন্তর্নিহিত ইস্যুতে রায় দেয়নি। তবে ২৬ জানুয়ারি ফিলিস্তিনি বেসামরিকদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আদালত।

ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা পেতে গাজার ২৪ লক্ষ জনসংখ্যার অর্ধেকেরও বেশি আশ্রয় নিয়েছেন রাফাহ অঞ্চলে। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা মঙ্গলবার আদালতে আবারও তাই রাফাহ অভিযান বন্ধে ইসরায়েলকে আদেশ দিতে অনুরোধ করে।

এ সম্পর্কিত আরও খবর