ভোট কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-27 22:37:04

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে আগামী শনিবার (২ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির হাই সিকিউরিটি আদিয়ালা কারাগারে দেখা করার পর এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বড় মাপের কারচুপির কথা পুনর্ব্যক্ত করেন দলটির মহাসচিব এবং প্রধানমন্ত্রী পদের প্রার্থী ওমর আইয়ুব।

জিও নিউজ জানিয়েছে তিনি বলেছেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই।’

ওমর আইয়ুব বলেন, ‘শুধু কলমের দ্বারা আমাদের আসন চুরি করা হয়েছে। জনগণ পিটিআইয়ের সাবেক চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু, জাতির ম্যান্ডেট এবং আমাদের আসন কেড়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পিটিআই সারাদেশের আদালত ও সমাবেশে প্রতিবাদ করবে। এটা আমাদের সত্য প্রতিষ্ঠার লড়াই।’

আইয়ুব বলেন, তার দল জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে যথাক্রমে আমির ডোগার ও জুনায়েদ খানকে মনোনীত করেছে।

এদিকে ডন পত্রিকা জানিয়েছে, পৃথকভাবে আদিয়ালা কারাগারের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, ‘ইমরান খান চান যে জাতি নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে ২ মার্চ রাস্তায় নামুক।’

এ সম্পর্কিত আরও খবর