ইসরায়েলি বোমা হামলায় ৭ জিম্মি নিহত হয়েছে : হামাস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-02 17:04:32

হামাস শুক্রবার (১ মার্চ) বলেছে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় আটক আরও ৭ জিম্মি মারা গেছে।

রয়টার্স জানিয়েছে, হামাসের সামরিক শাখার এজেদিন আল-কাসাম ব্রিগেডের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরীক্ষা ও যাচাই-বাছাই করার পর আমরা নিশ্চিত করেছি যে, ইহুদিবাদী (ইসরায়েলি) বোমা হামলার ফলে আমাদের বেশ কয়েকজন মুজাহিদিন শহীদ হয়েছেন এবং গাজা উপত্যকায় ৭ জিম্মি নিহত হয়েছেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার সময় হামাস প্রায় ২৫০ ইসরায়েলি এবং বিদেশীকে জিম্মি করে। ওই হামলার ফলে প্রায় ১,১৬০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।

ইসরায়েলের দাবি মোতাবেক, হামাসের হাতে এখনও প্রায় ১৩০ জন জিম্মি হিসাবে বন্দি রয়েছে।

হামাসের শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের ফলে নিহত জিম্মির সংখ্যা ৭০ ছাড়িয়ে যেতে পারে।

গত বছরের নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলের জেলে বন্দি থাকা ফিলিস্তিনিদের বিনিময়ে মোট ১০৫ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়, ।

হোয়াইট হাউস জানিয়েছে, গত বৃহস্পতিবার টেলিফোনো আলোচনায় মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধবিরতি চুক্তি কেমন হতে পারে তা নির্ধারণ করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ‘নেতারা জোর দিয়েছেন যে, জিম্মিদের মুক্তির ফলে গাজায় অন্তত ছয় সপ্তাহ স্থায়ী যুদ্ধবিরতি হবে।’

এ সম্পর্কিত আরও খবর