হুতিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজটি ডুবে গেছে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-02 20:23:24

ইয়েমেনি সরকার শনিবার (২ মার্চ) ঘোষণা করেছে যে, হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ জাহাজ এমভি রুবিমার বাজে আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে লোহিত সাগরে ডুবে গেছে।

ইয়েমেনি সরকার দ্বারা গঠিত রুবিমার জাহাজের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা শুক্রবার সন্ধ্যায় এমভি রুবিমার জাহাজটি ডুবে যাওয়ার ঘোষণা দিয়েছি। খারাপ আবহাওয়া পরিস্থিতি এবং সমুদ্রে প্রবল বাতাসের কারণে রুবিমার ডুবে গেছে।’

জাহাজটি ডুবে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ইয়েমেন সরকার বলেছে, ‘লোহিত সাগরে ইয়েমেনের আঞ্চলিক জলসীমায় ডুবে যাওয়ায় পরিবেশগত বিপর্যয়ের কারণ হবে জাহাজটি।’

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, ‘ব্রিটিশ জাহাজ রুবিমার, যা গত ১৮ ফেব্রুয়ারি হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল, সেটি প্রচুর পরিমাণে অ্যামোনিয়া এবং তেল বহন করছিল।’

গত শনিবার ইয়েমেন সরকার বলেছিল, জাহাজটি লোহিত সাগরের মধ্য দিয়ে ইয়েমেনের হানিশ দ্বীপের দিকে যাচ্ছিল।

এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত শনিবার জানিয়েছিল যে, ‘ইরান-সমর্থিত হুতি সন্ত্রাসীদের অপ্রীতিকর এবং বেপরোয়া হামলা জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি করেছে।’

সেন্টকম আরও জানিয়েছিল যে, ‘এমভি রুবিমার ৪১ হাজার টনের বেশি সার পরিবহন করছিল। এই রাসায়নিক সার লোহিত সাগরে ছড়িয়ে পড়তে পারে এবং এই পরিবেশগত বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে।’

উল্লেখ্য, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন বা পরিচালিত কিংবা ইসরায়েল থেকে মালবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।

জবাবে ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ হামলার কারণে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোষ্ঠীটি ফের ঘোষণা করে যে, তারা সকল মার্কিন এবং ব্রিটিশ জাহাজকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করবে।

এ সম্পর্কিত আরও খবর