ভারত ও রামকে নিয়ে বেফাঁস মন্তব্য ডিএমকে এমপির, গ্রেফতারের দাবি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-05 19:46:02

ভারতের রাজনৈতিক দল ডিএমকের সাংসদ এ রাজা রামচন্দ্রকে কটাক্ষ করেছেন এবং সাম্প্রতিক ঘৃণামূলক ভাষণে ভারতের ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মঙ্গলবার (৫ মার্চ) দাবি করেছে বিজেপি।

বিজেপি নেতা অমিত মালব্য এক্স-এ সেই বক্তব্য পোস্ট করে বলেছেন, বিতর্কিত সাংসদ ভারতের বলকানাইজেশন করার আহ্বান জানিয়েছেন। বিতর্কিত 'সনাতন ধর্ম' মন্তব্যের জন্য ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সমালোচনামূলক পর্যবেক্ষণ করার একদিন পরেই নতুন এই বিতর্ক শুরু হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে বিজেপির নেতার দাবি, ‘ডিএমকের ডেরা থেকে বিদ্বেষমূলক বক্তব্য অব্যাহত রয়েছে। উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করার আহ্বানের পর এখন এ রাজা ভারতের বলকানাইজেশনের ডাক দিচ্ছেন, রামকে উপহাস করছেন, মণিপুরীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করছেন এবং জাতি হিসেবে ভারতের ধারণাকে প্রশ্নবাণে বিদ্ধ করছেন।’

অমিত মালব্য সেই ভাষণের ভিডিও তামিল ভাষায় পোস্ট করেছেন। সেই মন্তব্যের ইংরেজি অনুবাদও শেয়ার করেছেন।

রক্তব্যে এ রাজা বলেছেন, 'ভারত কোনও জাতি নয়। এটা ভালো করে বুঝুন। ভারত কখনই এক জাতি নয়। এক জাতি মানে এক ভাষা, এক ঐতিহ্য এবং এক সংস্কৃতি। তাহলেই একটি জাতি। ভারত কোনো জাতি নয়, একটি উপমহাদেশ। ভারতে রয়েছে নানা ঐতিহ্য ও সংস্কৃতি। আপনি যদি তামিলনাড়ুতে আসেন, সেখানে একটি সংস্কৃতি রয়েছে। কেরালায় অন্য সংস্কৃতি রয়েছে। দিল্লিতে অন্য সংস্কৃতি আছে। ওড়িয়ায় অন্য সংস্কৃতি আছে। কেন মণিপুরে, আরএস ভারতী যেমন বলেছিলেন, তারা কুকুরের মাংস খান। হ্যাঁ, এটা সত্যি, ওরা খায়। এটা একটা সংস্কৃতি। কোনো ভুল নেই।’

অমিত মালব্যের অনুবাদ অনুসারে গেছে এ রাজা বলেছেন, ‘বিভক্তি আমাদের মনের মধ্যে রয়েছে।’

অমিত মালব্যের দাবি করেছেন যে এ রাজা বলেছেন, ‘আমরা রামের শত্রু।’

তিনি বলেছেন, 'আপনি যদি বলেন ইনিই ঈশ্বর। এটা যদি আপনাদের জয় শ্রীরাম হয়, এটা যদি আপনাদের ভারত মাতা কি জয় হয়, তাহলে আমরা কখনই সেই জয় শ্রীরাম এবং ভারত মাতাকে মেনে নেব না। তামিলনাড়ু মেনে নেবে না। তুমি গিয়ে বলো, আমরা রামের শত্রু। রামায়ণ, প্রভু রামের উপর আমার ভরসা নেই। আপনি যদি বলেন রামায়ণের নামে মানবিক সম্প্রীতি, যেখানে চার ভাই হয়ে, একজন শিকারি ভাই হয়ে, আরেক বানর ভাই হয়ে, আরেক বানর ষষ্ঠ ভাই হয়ে, তাহলে আপনার জয় শ্রীরাম ছি! ইডিয়টস!’

এদিকে এ রাজার ভাষণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হনুমান গড়ি মন্দিরের প্রধান পুরোহিত।

তিনি বলেছেন, ‘ডিএমকে নেতা যা বলেছেন, তা নিন্দনীয়। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখবো।’

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, ‘ডিএমকে নেতা টুকরে টুকরে গ্যাংয়ের অংশ।’

উল্লেখ্য, তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে। তামিলনাড়ুর বিজেপি মুখপাত্র নারায়ণন থিরুপতি বলেন, এ রাজাকে গ্রেফতার করা উচিত।

এ সম্পর্কিত আরও খবর