ভারতের মধ্য প্রদেশে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-06 20:40:49

ভারতের মধ্য প্রদেশে একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন এক নারী পাইলট।

বুধবার (৬ মার্চ) নিমচ থেকে প্লেনটি উড্ডয়ন করা হয়। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি চালাচ্ছিলেন চিমস অ্যাভিয়েশন একাডেমির নারী প্রশিক্ষণার্থী। ইঞ্জিনে সমস্যা হওয়ার পরে গুনা অ্যারোড্রোমে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন তিনি। প্লেনটি অবতরণের সময় দুর্ঘটনা ঘটে।

আহত পাইলটকে গুনার জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গুনার সাব ইনস্পেক্টর চঞ্চল তিওয়ারি বলেছেন, ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট ওই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার শরীরে একাধিক আঘাত রয়েছে।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর