বিশ্বের বিভিন্ন সংঘাতময় ঘটনার প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘যেকোনো যুদ্ধ, যেকোনো শত্রুতাই ট্রাজেডি।’
ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভালে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকে পুতিন আরও বলেন, ‘পরিস্থিতি সত্যিই খুব জটিল। চারিদিকে অনেক সমস্যা ও অনেক শত্রুতা।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছে, শত্রুতা চলছে।’
পুতিন বলেছেন, ‘লোকজনের সঙ্গে যুদ্ধ করাটা সব সময়ই ট্রাজেডি। মানুষ মারা যায়, আহত হয় এবং আরও কতো কি।’
এদিকে, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্তের পরিণতি হবে ‘দুঃখজনক।’
গত ২৯ ফেব্রুয়ারি মস্কোয় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন। পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন, ‘রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধের ময়দানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন কোনও দেশ যদি কিয়েভের সহায়তায় সেনা পাঠানোর সাহস দেখায়, তার পরিণতি হবে দুঃখজনক।’
পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর শেষ পর্যন্ত এটা মাথায় রাখা উচিত যে, আমাদের এমন সব সমরাস্ত্র রয়েছে, যেগুলো তাদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। পশ্চিমাদের সব পদক্ষেপই এমন সংঘাতের প্রকৃত ঝুঁকি সৃষ্টি করে, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার হতে পারে। আর এভাবে সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘রাশিয়াকে এখন তার পশ্চিম সীমান্তে প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে।’
এমন সময় তিনি এ ঘোষণা দিলেন যখন সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে।
পুতিন বলেন, ‘পশ্চিমারা ইউক্রেনের সংঘাতকে উসকানি দিয়েছে এবং মিথ্যা বলে চলেছে যে, রাশিয়া ইউরোপে আক্রমণ করতে চায়।’