মাত্র ৬৮ বছর বয়সে মারা গেছেন জাপানের অত্যন্ত জনপ্রিয় ‘ড্রাগন বল’ সিরিজের পরিচালক, কমিকস এবং অ্যানিমেশন কার্টুনের স্রষ্টা আকিরা তোরিয়ামা। শুক্রবার (৮ মার্চ) তার একটি প্রযোজনা দল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা তোরিয়ামার মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
তীব্র সাবডুরাল হেমাটোমার কারণে মারা গেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
এছাড়াও টোরিয়ামার বার্ড স্টুডিও এক বিবৃতিতেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
টোরিয়ামার বার্ড স্টুডিওর বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা আশা করি আকিরা তোরিয়ামার অনন্য সৃষ্টি দীর্ঘ সময় ধরে সকলের কাছে ভালবাসার হয়ে থাকবে।’
উল্লেখ্য, ‘ড্রাগন বল’ সিরিজটি সর্বকালের সর্বাধিক বিক্রিত এবং সবচেয়ে প্রভাবশালী মাঙ্গা সিরিজের মধ্যে একটি। এছাড়াও অসংখ্য অ্যানিমেশন সিরিজ, চলচ্চিত্র এবং ভিডিও গেম তৈরি করেছেন তিনি।