সমলিঙ্গের বিয়ে বৈধ: জাপানের উচ্চ আদালত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-14 19:02:58

সমলিঙ্গের বিয়ে বৈধ বলে ঘোষণা করেছেন জাপানের উচ্চ আদালত। একই সপ্তাহের মধ্যে টোকিও ও স্যাপ্পোরা শহরের দুটি হাইকোর্ট একই ধরনের রুল জারি করলো। উচ্চ আদালত দুটি সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়ে রুল জারি করে বলেছে, সমলিঙ্গের বিয়ের ওপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) উত্তরাঞ্চলীয় শহর স্যাপ্পোরার আদালত এ বিষয়ে রুল করে বলেছেন, জাপানে সমলিঙ্গের বিয়ে অবৈধ বলে যে ঘোষণা করা হয়েছিল, তা অসাংবিধানিক।

বিবিসি এ বিষয়ে জানিয়েছে, একই সপ্তাহে জাপান ও স্যাপ্পোরার হাইকোর্টের রুল জারি জাপানে সমলিঙ্গের বিয়ে পক্ষের পাল্লা ভারী করবে। তবে স্যাপ্পোরার হাইকোর্ট জানিয়েছেন, একটি এখন জাপানের সংসদে পাস হতে হবে।

জাপানই গ্রুপ অব সেভেন জাতির একমাত্র দেশ, যেখানে সমলিঙ্গের বিয়ের আইনগত বৈধতা নেই।

কনজারভেটিভ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধানমন্ত্রী ফুমিও কিশিডা সমলিঙ্গের বিয়ের বিরোধিতা করে আসছিলেন। এক সমীক্ষায় দেখা গেছে, দেশের ৭০ ভাগ মানুষ সমলিঙ্গের বিয়ের পক্ষে। এতে করে সমলিঙ্গের বিয়ের বৈধতা দিতে সরকারের ওপর ক্রমশ চাপ বাড়ছিল।

 

এ সম্পর্কিত আরও খবর