ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নির্মীয়মাণ পাঁচতলা ভবন ধসে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
রোববার (১৭ মার্চ) দিনগত গভীর রাতে ভবনটি ধসে পড়ে।
ধসেপড়া ভবনের ধ্বংসস্তূপে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার পর ভবনটির প্রমোটারকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচ এলাকার আজান মোল্লা লেনে ধসে পড়ে ওই ভবনটি পরিদর্শন করেছেন।
সোমবার (১৮ মার্চ) কলকাতার মেয়ের ফিরহাদ হাকিমের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ধ্বংস্তস্তূপে এখনো অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
তিনি জানান, নির্মীয়মাণ ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল।