ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, ‘সংখ্যার দিক থেকে ব্যাপক রাশিয়া বাহিনীর বিরুদ্ধে সফলতা পেতে জন্য মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন সফলতা লাভের চাবিকাঠি।’
বার্তা সংস্থা রয়টার্সকে সোমবার (১৮ মার্চ) ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ‘রাশিয়ার অবস্থানের উপর হামলার ক্ষেত্রে আমার কাছে অগ্রাধিকার হলো ড্রোনের ব্যবহার।’
তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, ‘আমরা সংখ্যার দিক থেকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সফলতা অর্জনের সমাধান খুঁজছি।’
রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষ এখন ড্রোনের ব্যবহারে মাধ্যমে একে অপরের সামরিক, শক্তি এবং পরিবহন অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করেছে।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মঙ্গলবার (১৯ মার্চ) বলেছেন, ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র হামলা এবং ৭০বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের বাহিনী হামলা চালিয়ে রাশিয়ার সেনাদের অবস্থান এবং সরঞ্জামের ক্ষয়ক্ষতি অব্যাহত রেখেছে। এ ছাড়াও পুরো ফ্রন্টলাইনে শত্রুকে ক্লান্ত করে দিয়েছে কিয়েভের বাহিনী।’
জেনারেল স্টাফের মতে, ইউক্রেনের যুদ্ধবিমান শত্রুর সেনাশক্তি, অস্ত্র এবং সামরিক সরঞ্জামের ব্যাপক সমাবেশ রয়েছে এমন নয়টি এলাকায় হামলা চালিয়েছে।