বিজেপিতে যোগ দিলেন সীতা সোরেন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-19 22:18:42

দলের সকল পদ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন ভারতের রাজনৈতিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্রবধূ তথা সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ভাবী সীতা সোরেন। এরপর বেলা বাড়তেই দল বদলান তিনি।

এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে বিজেপির সদরদপ্তরে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন জেএমএম বিধায়ক সীতা।

সেখানে হাজির ছিলেন ঝাড়কণ্ডের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক লক্ষ্মীকান্ত বাজপেয়ী। জানা গেছে, দুমকা লোকসভা কেন্দ্রের সীতাকে প্রার্থী করতে পারে বিজেপি।

দুমকা জেলার জামা কেন্দ্রের তিনবারের বিধায়ক সীতা জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের জ্যেষ্ঠ পুত্র প্রয়াত দুর্গা সোরেনের স্ত্রী। হেমন্ত সক্রিয় রাজনীতিতে আসার আগে দুর্গাই ছিলেন শিবুর রাজনৈতিক সহকারী। বিধানসভাতেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০০৯ সালে দুর্গার মৃত্যুর পরে সক্রিয় রাজনীতিতে আসেন সীতা। রাজনীতিতে আসার পর থেকে বহুবার হেমন্তের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। জেএমএম সূত্রের খবর, মন্ত্রী না করায় দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন সীতা।

গত জানুয়ারিতে দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করতে সক্রিয় হলে স্ত্রী কল্পনাকে রাঁচীর আসনে বসানোর পরিকল্পনা করেন হেমন্ত। কিন্তু, সীতার নেতৃত্বে চারজন জেএমএম বিধায়ক বিদ্রোহ করায় পিছু হটেন তিনি।

কিন্তু, পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পেই সোরেনের মন্ত্রিসভাতেও ঠাঁই পাননি সীতা। তার এই দলত্যাগের ফলে নতুন করে ঝাড়খণ্ডে বিরোধী জোটের সরকারের অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চামরা লিন্ডাসহ কয়েকজন জেএমএম এবং কংগ্রেস বিধায়ক সীতাকে অনুসরণ করতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর