পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ ঘটলে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়া আটজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানায়।
খবরে বলা হয়, বুধবার ভোরে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন এবং যখন বিস্ফোরণ ঘটে তখন আরো আটজন ধ্বংসস্তূপে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করার সম্ভব হয়েছে।
এ বিষয়ে বেলুচিস্তানের ডিরেক্টরেট অব চিফ ইনস্পেক্টর আবদুল ঘানি বালুচ বলেছেন, উদ্ধার তৎপরতা এইমাত্র শেষ হয়েছে।
তিনি বলেন, সারারাত ধরে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে খনিতে বিস্ফোরণ ঘটে। এসময় ২০ জন শ্রমিক কয়লাখনিতে কাজ করছিলেন। এর মধ্যে ১২ জন মারা যান। বাকি আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।