সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নেপালের সংসদের নিম্নকক্ষের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করা হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, কপিলাবস্তু থেকে গ্রেফতার করে বিমানে করে মঙ্গলবার (১৯ মার্চ) তাকে কাঠমান্ডুতে আনা হয়েছে।
উল্লেখ্য, নেপালের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই মাহারা। তবে সম্প্রতি তার বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
আপাতত তাকে চার দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত বছর ৬১ কিলোগ্রাম সোনা উদ্ধার হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয় নেপালে।
ওই সময় সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে, দেশে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বহু বর্ষীয়ান নেতা। এরপরেই তদন্ত শুরু হয়।