হাসপাতাল এলাকায় ১৪০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে : ইসরায়েল

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

ziaulziaa | 2024-03-21 19:36:17

গাজার বৃহত্তম হাসপাতাল এবং এর আশেপাশে চার দিনের লড়াইয়ে ১৪০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে বৃহস্পতিবার (২১ মার্চ) দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

রয়টার্সকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বাকি জঙ্গিদের শেষ করতে তাদের অভিযান এখনও চলছে।

এদিকে, সোমবার আল-শিফা মেডিক্যাল সেন্টারে হামলা চালায় ইসরায়েল। ট্যাঙ্ক এবং বিমান হামলার সমন্বয়ে হামাসের সিনিয়র জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী।

উল্লেখ্য, রোগী ও বাস্তুচ্যুত লোকেদের ভিড়ে বিস্তীর্ণ হাসপাতাল কমপ্লেক্সটির আশেপাশে কয়েক দিন ধরে লড়াই চলছে। গত নভেম্বরে এই হাসপাতাল কমপ্লেক্সে পরিচালিত পূর্ববর্তী অভিযান আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছিল।

ইসরায়েলের সেনাবাহিনী সোমবার থেকে চলমান লড়াইয়ের কথা উল্লেখ করে জানিয়েছে, ‘অভিযান শুরু হওয়ার পর থেকে হাসপাতালের এলাকায় ১৪০ জনেরও বেশি হামাস জঙ্গিকে নির্মূল করা হয়েছে।’

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, ‘তারা শিফা হাসপাতাল এলাকায় সুনির্দিষ্ট অভিযানের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং বুধবার গুলি বিনিময়ের সময় ৫০ জনেরও বেশি হামাস জঙ্গিকে নির্মূল করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর