ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১, আহত ৮

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-22 12:25:30

ভারতের বিহার রাজ্যের সুপলে নির্মাণাধীন একটি সেতু ধসে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। ধ্বংসস্তুপের নিচে আরও আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। 

শুক্রবার (২২ মার্চ) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বিহারের সুপলে একটি নির্মাণাধীন সেতুর তিনটি স্ল্যাব ধসে একজন শ্রমিক নিহত এবং আটজন আহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলমান আছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কোনো শ্রমিক আটকা পড়েছেন কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সেখানকার উদ্ধারকারী কর্মকর্তারা। 

সুপল জেলা ম্যাজিস্ট্রেট কৌশল কুমার বলেছেন, সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ১৫২, ১৫৩ ও ১৫৪ নম্বর পিলারের তিনটি স্ল্যাব ধসে পড়ে। এ ঘটনায় আরও কর্মী ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে কিনা তা খুঁজে বের করার জন্য উদ্ধার ও ত্রাণ কাজ চলছে।

এর আগে গত বছর জুন মাসে, গঙ্গা নদীর উপর আসন্ন আগুয়ানি (খাগরিয়া)-সুলতানগঞ্জের (ভাগলপুর) প্রায় ২০০ মিটার প্রসারিত ব্রিজের তিনটি পিলার ভেঙ্গে পড়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর