মস্কোয় আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-23 16:12:54

মস্কোর কনসার্ট হলে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ১১৫ জনে উন্নীত হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গার্ডিয়ান জানায়, সন্ত্রাসী হামলায় জড়িত থাকার সন্দেহে ১১ জনকে আটক করেছে মস্কোর পুলিশ। এদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত ছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় সংসদ দুমার একজন সদস্য আলেক্সান্দার খিন্সতেন সামাজিক গণমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মস্কোর ব্রিয়ানস্ক এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

সন্ত্রাসী হামলার পর মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের আর্থিক সহযোগিতা করা হবে। নিহতদের সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

নিহতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে মস্কোবাসী
ঘটনাস্থলে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মস্কোবাসী

এদিকে, ঘটনাস্থলে অনেকেই এসে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

শুক্রবার (২২ মার্চ) রাশিয়ার রাজধানী মস্কো শহরের কাছাকাছি ক্রোকাস সিটি হলে কনসার্ট চলাকালে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া ১২১ জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে পাঁচজন শিশু।  

 

 

 

এ সম্পর্কিত আরও খবর