২০২৩ সালের ৯ই মে পাকিস্তানে সংগঠিত দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) ৫১ নেতাকর্মীকে ৫ বছর করে জেল দিয়েছে গুজরানওয়ালায় সন্ত্রাসবিরোধী এক আদালত (এটিসি)।
এটিসির বিচারক বাতাশা নাসিম সুপ্রা মামলার শুনানি করেন। এ মামলায় যে ৪০০ জনকে সন্দেহ করা হয় তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিসহ ২৩ জন নেতাকর্মীর নামও ছিল। বলা হয়, এসব অভিযুক্তরা গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগে যুক্ত ছিলেন। শুনানি শেষে সংক্ষিপ্ত রায় দেয় আদালত। পরে বিস্তারিত রায় দেয়ার কথা রয়েছে।