প্যারিসে ইরান কনস্যুলেটে হামলার হুমকি, আটক ১

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-19 20:16:44

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানের কনস্যুলেটে হামলার হুমকি দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। পরে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। আটক করার পর তাকে তল্লাশি চালিয়ে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি গ্রেনেড এবং বিস্ফোরক দ্রব্য নিয়ে ইরানের কনস্যুলেটে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে তাকে আটক করে।

তল্লাশি করে তার কাছ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। সে রেপ্লিকা গ্রেনেড বহন করছিল বলেও জানানো হয় প্রতিবেদনে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কনস্যুলেটের ছাদে একটি পতাকা স্থাপন করেন। আটকের পর তিনি জানান, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে কনস্যুলেটে হামলা চালাতে গিয়েছিলেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত সেপ্টেম্বরে এক ব্যক্তিকে ইরানি কনস্যুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টা করার সন্দেহ আটক করা হয়েছিল।  

 

এ সম্পর্কিত আরও খবর