কংগ্রেসকে তুলোধুনো করলেন নরেন্দ্র মোদি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-04-22 19:37:46

বিরোধী দল কংগ্রেসের নেতারা আশা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করে জনগণের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এরা (কংগ্রেস) ক্ষমতায় এলে আপনার সম্পদ ছিনিয়ে নেবে।

সোমবার (২২ এপ্রিল) উত্তরপ্রদেশের আলিগড়ে নির্বাচনী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেসের প্রশ্ন কেন মোদি একটি উন্নত ভারতের কথা বলেন, কেন তিনি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার কথা বলে। কারণ এরা (কংগ্রেস) জনগণের জন্য নয় শুধু তাদের পরিবার ও ক্ষমতার লোভ ছাড়া কিছুই বুঝে না, বলেন মোদি।

কংগ্রেসের ইশতেহার সম্পর্কে সতর্ক করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আপনার আয়, সম্পত্তির দিকে নজর দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেসের রাজপুত্র বলেছেন যে তারা সরকার গঠন করলে, কে কত উপার্জন করে, কত সম্পদের মালিক এবং কতগুলো বাড়ির মালিক তা তদন্ত করবে। তারা আপনার সম্পত্তি সবার মধ্যে বিতরণ করবে বলে তাদের ইশতেহারে উল্লেখ করেছে।

কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে বিতর্কিত মন্তব্যের জের ধরে দলটির প্রতিনিধিদল সোমবার (২২ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

কংগ্রেস নেতা অভিষেক সিংভি সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সম্প্রদায়কে অনুপ্রবেশকারীদের সাথে তুলনা করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছি।

এর আগে, নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গাদাগাদা অভিযোগ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনা হলো, আজ পর্যন্ত মোদি বা অমিত শাহর বিরুদ্ধে কমিশন একবারও কোনো ব্যবস্থা নেয়নি।

এ সম্পর্কিত আরও খবর