পশ্চিমবঙ্গের ৩ আসনে চলছে ভোটগ্রহণ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-26 14:57:32

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিন আসনে চলছে ভোটগ্রহণ। শুক্রবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আনন্দবাজার পত্রিকার অনলাইনের তথ্যমতে, স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত তিন আসনে ভোট পড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ।

১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোট হয়েছিল। প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট হয়। শুক্রবার দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের যে তিনটি আসনে ভোট হচ্ছে সেগুলো হলো: দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। তিন আসনে লড়ছেন ৪৭ প্রার্থী। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দ্বিতীয় দফার ভোট উপলক্ষে পশ্চিমবঙ্গের তিন আসনকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে দার্জিলিংয়ে ৮৮ কোম্পানি, রায়গঞ্জে ১১১ কোম্পানি ও বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ ছাড়া মোতায়েন আছে প্রায় ১৩ হাজার রাজ্য পুলিশের সদস্য। এবার সংশ্লিষ্ট আসনের প্রতিটি জেলার পুলিশ কন্ট্রোল রুমেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্য।

আজকের নির্বাচনে ১৪ প্রার্থী লড়ছেন দার্জিলিংয়ে। ২০ প্রার্থী রায়গঞ্জে। বালুরঘাটে লড়ছেন ১৩ প্রার্থী। তিন আসনে মোট ৪৭ প্রার্থীর মধ্যে মাত্র তিনজন নারী প্রার্থী রয়েছেন।

তিন আসনে মোট ভোটকেন্দ্র ৫ হাজার ২৯৮টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১ হাজার ১৩৪টি। তিন আসনে মোট ভোটার ৫১ লাখ ১৭ হাজার ৯৫৫ জন।

দার্জিলিংয়ে ভোটকেন্দ্র ১ হাজার ৯৯৯টি। এর মধ্যে স্পর্শকাতর ৪০৮টি। বালুরঘাটে ভোটকেন্দ্র ১ হাজার ৫৬৯টি। এর মধ্যে স্পর্শকাতর ৩০৮টি। রায়গঞ্জে ভোটকেন্দ্র ১ হাজার ৭৩০টি। এর মধ্যে স্পর্শকাতর ৪১৮টি।

২০১৯ সালের সবশেষ লোকসভা নির্বাচনে এই তিন আসনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। দার্জিলিংয়ে রাজু বিস্তা, বালুরঘাটে সুকান্ত মজুমদার ও রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী জয়ী হয়েছিলেন।

দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী। এবার তাকে রায়গঞ্জ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। তাঁকে কলকাতা দক্ষিণ আসনে প্রার্থী করেছে বিজেপি। রায়গঞ্জে বিজেপির নতুন প্রার্থী কার্তিক পাল। অন্য দুই আসনে বিজেপি প্রার্থী বদল করেনি।

তৃণমূল কংগ্রেস বালুরঘাটে বিপ্লব মিত্র, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী ও দার্জিলিংয়ে গোপাল লামাকে প্রার্থী করেছে।

অন্যদিকে কংগ্রেস দার্জিলিংয়ে মুনীশ তামাং ও রায়গঞ্জে আলী ইমরান রামজকে প্রার্থী করেছে। বালুরঘাটে বাম ফ্রন্টের প্রার্থী আরএসপি দলের নেতা জয়দেব সিদ্ধান্ত।

এবার তিনটি আসনেই জয়ের লক্ষ্য বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। তবে এবিপি আনন্দ ও সি-ভোরের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের এই তিন আসনে এবারও বিজেপির প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি।



এ সম্পর্কিত আরও খবর