মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-24 15:39:31

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন।

খবরটি বৃহস্পতিবার (২৩ মে) রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন।

জনসন বলেছেন, ‘আমরা শিগগিরই কংগ্রেসের যৌথ অধিবেশনের জন্য ক্যাপিটলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাব।’

তিনি আরও বলেন, ‘সফরটি ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী সমর্থন প্রদর্শনের প্রতীক হবে।’

বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে দুটি ধাক্কা খেয়েছে ইসরায়েল। কারণ, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

এমন প্রেক্ষাপটে নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্রদেশ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েল নজিরবিহীন হামলা চালায়। হামলায় অন্তত ১ হাজার ১৭০ জন নিহত হন। তারা অন্তত ২৫০ জনকে আটক করে নিয়ে যায়।

জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই হামলা প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধের অবিচল সমর্থক যুক্তরাষ্ট্র। তবে গাজায় বেসামরিক মৃত্যুর ক্রমবর্ধমান প্রাণহানি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছুটা উদ্বেগ আছে। এই প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় অভিযান নিয়ন্ত্রণে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন। এমনকি তিনি ইসরায়েলকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি পর্যন্ত দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর