ইসরায়েলের ড্রোন হামলায় সিরিয়ায় ২ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-25 17:52:38

ইসরায়েলের ড্রোন হামলায় মধ্য সিরিয়ায় শনিবার (২৫ মে) লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ’র দুই যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েলের একটি ড্রোন হোমস প্রদেশের কুসাইর শহরের কাছে হিজবুল্লাহ’র একটি গাড়ি এবং ট্রাকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং অন্যরা আহত হয়েছে।

হিজবুল্লাহ’র ওই গাড়ি এবং ট্রাক আল-দাবা সামরিক বিমানবন্দরে দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় হিজবুল্লাহ’র লক্ষ্যবস্তুতে এটি ইসরায়েলের তৃতীয় হামলা।

সিরিয়ান সূত্রের নেটওয়ার্কের বরাতে ব্রিটেনভিত্তিক মনিটর অবজারভেটরি জানিয়েছে, গত সোমবার লেবাননের সীমান্তের কাছে অবস্থিত কুসাইর এলাকায় ইসরায়েলের হামলায় আট ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে।

হিজবুল্লাহর একটি সূত্র সে সময় এএফপিকে জানিয়েছে, কুসাইর এলাকায় ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত একজন হিজবুল্লাহ যোদ্ধা রয়েছেন।

অবজারভেটরি জানিয়েছে, এর আগে গত ১৮ মে এক হিজবুল্লাহ কমান্ডার এবং তার সঙ্গীকে লক্ষ্য করে আরেকটি হামলা চালায় ইসরায়েল। তকে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েল খুব কমই সিরিয়ায় ব্যক্তিগত হামলার বিষয়ে মন্তব্য করে থাকে। তবে, তারা বারবার বলেছে যে, চিরশত্রু ইরানকে সেখানে উপস্থিতি বাড়াতে দেবে না তারা।

প্রসঙ্গত, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সেনা অবস্থান এবং হিজবুল্লাহসহ ইরান সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর