ইসরায়েল সমগ্র মানবতার জন্য হুমকি : এরদোয়ান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-29 18:47:44

গাজায় গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে না পারায় বুধবার (২৯ মে) জাতিসংঘের তীব্র নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

রয়টার্স জানিয়েছে, গাজায় সর্বশেষ মারাত্মক ইসরায়েলি হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোয়ান।

এরদোগান তার একেপি পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ‘জাতিসংঘ তার নিজস্ব কর্মীদেরও রক্ষা করতে পারছে না। আপনি কীসের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মারা গেছে।’

হামাস পরিচালিত গাজার একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, মঙ্গলবার (২৮ মে) রাফাহ’র পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি শিবিরে মারাত্মক ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার পরে মন্তব্য করলেন এরদোয়ান।

ইসরায়েলি হামলার বিপরীতে সামান্যতম পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া মুসলিম দেশগুলোকেও আক্রমণ করেছেন এই তুর্কি নেতা।

এরদোয়ান বলেন, ‘ইসলামী বিশ্বের প্রতি আমার কিছু কথা বলার আছে। আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন?’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল শুধু গাজার জন্য নয়, সমগ্র মানবতার জন্য হুমকি।’

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগের পুনরাবৃত্তি করে এরদোগান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুসরণ করবে না এবং আন্তর্জাতিক আইনের দ্বারা আবদ্ধ বোধ করবে না, ততক্ষণ কোনো রাষ্ট্রই নিরাপদ নয়।’

এ সম্পর্কিত আরও খবর