তুরস্কের ড্রোন হামলায় মার্কিন সমর্থিত বাহিনীর ৪ যোদ্ধা নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-01 21:23:02

উত্তর-পূর্ব সিরিয়ায় শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় তুরস্কের ড্রোন হামলায় চার মার্কিন সমর্থিত যোদ্ধা নিহত এবং ১১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

মার্কিন-সমর্থিত এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) দখলে থাকা এলাকায় ওই হামলার একদিন পর তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, কুর্দিরা স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে উত্তর সিরিয়ায় কুর্দি-নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে দ্বিধা করবে না তুরস্ক।

এদিকে এসডিএফ জানিয়েছে, তাদের অবস্থানে তুরস্কের ড্রোন থেকে আট বার হামলা চালানো হয়েছে।

ওই হামলায় উত্তরাঞ্চলীয় শহর কামিশলি এবং তার কাছাকাছি এলাকায় এসডিএফের স্থাপনার পাশাপাশি বেসামরিক বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব সিরিয়ায় তুরস্কের এ ধরনের হামলা স্বাভাবিক ঘটনার মতোই।

এদিকে কুর্দি রেড ক্রিসেন্ট বলেছে, তাদের প্যারামেডিকরা যখন আক্রান্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছিল, তখন তাদের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়। কামিশলির পশ্চিমে আমুদা শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে তুরস্কের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী কুর্দি-নেতৃত্বাধীন স্বায়ত্তশাসিত প্রশাসন আগামী ১১ জুন পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেছে।

সেখানে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ হাসাকেহ, রাক্কা, দেইর ইজ্জর প্রদেশ এবং আলেপ্পো প্রদেশের পূর্ব অংশে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল শুক্রবার এক্স-এ জানিয়েছেন যে, ‘আমরা মনে করি না যে এই ধরনের নির্বাচনের প্রয়োজন বর্তমান সময়ে উত্তর সিরিয়ায় রয়েছে।’

মন্তব্যটি নির্বাচন না করার জন্য কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের প্রতি একটি বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ সম্পর্কিত আরও খবর