লেবাননের রাজধানী বুধবার (৫ জুন) বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি সিরিয়ার নাগরিক। তারা আরও জানিয়েছে, মার্কিন দূতাবাস এবং এর সব কর্মীরা নিরাপদে আছেন।
লেবাননের মার্কিন দূতাবাস কর্তৃক এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিরিয়ান ব্যক্তির গুলির জবাবে গুলি চালায় ওই এলাকায় নিয়োজিত সেনারা। তাদের গুলিতে ওই বন্দুকধারী আহত হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু করছেন তারা।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে দূতাবাসের প্রবেশদ্বারের আশেপাশে হালকা অস্ত্রের গুলির শব্দ শোনা যায়। তখন লেবাননের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং আমাদের দূতাবাসের নিজস্ব নিরাপত্তা দল এর জবাব দেয়। তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।’
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ‘তদন্ত চলছে এবং আমরা দেশটির আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি।’
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেও এক বন্দুকধারী মার্কিন দূতাবাসে গুলি চালিয়েছিল। তবে, তাতে হতাহতের ঘটনা ঘটেনি।
লেবাননের পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পেশায় একজন ডেলিভারি ভ্যান ড্রাইভার।