মার্কিন কংগ্রেসে ২৪ জুলাই ভাষণ দেবেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-07 18:22:15

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন বলে জানিয়েছে রয়টার্স।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন, মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় তিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে প্রকৃত তথ্য উপস্থাপন করবেন।

আগামী ২৪ জুলাই ওয়াশিংটন সফরকালে তিনি মার্কিন কংগ্রেসে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

ওই ভাষণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেটের মাইনরিটি নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন, প্রতিনিধি পরিষদ এবং সিনেটের যৌথ অধিবেশনে বক্তব্য দেবেন নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘কংগ্রেসের দুই কক্ষে ইসরায়েলকে উপস্থাপন করার সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত বোধ করছি। আমাদের যারা ধ্বংস করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এ যুদ্ধের প্রকৃত দিকটি আমি মার্কিন জনগণের প্রতিনিধি এবং পুরো বিশ্বের কাছে উপস্থাপন করবো।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। বাইডেন গাজায় ইসরায়েলি অভিযানকে সমর্থন জানিয়ে এলেও সম্প্রতি তিনি ইসরায়েলি কৌশলের সমালোচনা করেন। কিছু বোমার চালানও স্থগিত করেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহু বাইডেনের সঙ্গে দেখা করবেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর