গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৭০০০ ছাড়িয়েছে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-10 12:42:50

যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে প্রায় ৩০০ ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ৮ মাসের এই ইসরায়েলি অভিযানে আহতের সংখ্যা সাড়ে ৮৪ হাজার। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উপত্যকায় সবশেষ আটটি গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত শনিবার উপত্যকার কেন্দ্রে নুসেইরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালানো হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে। ওই হামলায় ৬৯৮ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার কেন্দ্রীয় অঞ্চলে অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ভূখণ্ডটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। 

আট মাসের ইসরায়েলি অভিযানে ২০ লাখেরও বেশি বাসিন্দা নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের হিসেবে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর