ইয়েমেনে নৌকাডুবিতে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-11 11:56:08

ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৮ জন অভিবাসীর প্রাণহানি ঘটেছে। নৌকার যাত্রীদের সবাই ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার নাগরিক।

মঙ্গলবার (১১ জুন) স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্সের।

এডেনের রুদুম জেলার প্রশাসনিক পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, জেলে এবং  স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী।

জীবিতরা জানিয়েছেন, তাদের সঙ্গে নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনও নিখোঁজ।’ নিখোঁজদের সন্ধানে তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।  

তিনি আরও বলেন, নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। অনুসন্ধান এখনও চলমান রয়েছে এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় তুরস্ক ও লিবিয়ার পাশপাশি ইয়েমেনের এডেন বন্দরের সাগরপথও ব্যবহার করছে অভিবাসনপ্রত্যাশীদের অনেকে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। জাতিসংঘের তথ্য অনুসারে, গত বছর হর্ন অব অফ্রিকা থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।

এ সম্পর্কিত আরও খবর