ভারতের জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে গোলাগুলি, আহত ৬

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-12 09:16:38

ভারতের জম্মু-কাশ্মিরে দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের চলমান গোলাগুলিতে পাঁচ সেনা ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার (১২ জুন) ভোরে এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে জম্মু ও কাশ্মীরের দোদারে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। চলমান বন্দুকযুদ্ধে পাঁচ সেনা ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এর আগে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত ও দু’জন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া তিনদিন আগে যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি একটি গিরিখাদে পড়ে যায়। এসময় অন্তত ৯ জন প্রাণ হারায়। নিহত সবাই তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর