রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুই ভারতীয় নিহত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-12 11:42:30

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা দুই ভারতীয় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছে।

বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই দুই নাগরিকের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাশিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এছাড়া রাশিয়ান সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি দেওয়া এবং দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, ভারতের অনেক নাগরিক অর্থসহ নানা প্রলোভনে রাশিয়ার হয়ে এই সংঘাতে লড়ছে। এরপর ভারত সরকার জানায়, বিষয়টি নিয়ে তারা কাজ করছে। রুশ সরকারের কাছে ভাড়ায় যুদ্ধ করতে যাওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানায় কর্তৃৃপক্ষ।

ভারত আরও দাবি করেছে, রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের ভবিষ্যতে কোনো নিয়োগ বন্ধ করতে হবে। এ ধরনের কার্যক্রম আমাদের অংশীদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

এ সম্পর্কিত আরও খবর