জেলেনস্কির শহরে রাশিয়ার হামলা, নিহত ৯

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-13 06:30:39

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া, এ হামলায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। 

সংবাদমাধ্যম ‍বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার (১২ জুন) একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর