আর্জেন্টিনার সিনেটে বাজেট সংস্কার বিল পাস, বাইরে বিক্ষোভ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-13 13:39:54

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় বাজেট সংস্কারের প্রস্তাব পাসকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) দেশটির উচ্চ কক্ষ সিনেটে বিলটি পাস হওয়ার পর বিক্ষোভকারীরা সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকেন। এসময় তারা পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বিক্ষোভকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংস্কার বাজেটে সরকারি পেনশন ও শ্রম অধিকারসহ নাগরিক সুবিধা হ্রাসের সিদ্ধান্ত নেওয়ায় এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে। বিক্ষোভের সময় দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বাজেট সংস্কারের প্রস্তাব পাসের ফলে আর্জেন্টিনার লাখ লাখ নাগরিক ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করছেন বিক্ষোভকারীরা।

সংস্কার বাজেট বিলের প্রস্তাব করেন আর্জেন্টিনার ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। দেশটির ভঙ্গুর অর্থনীতিকে জাগ্রত করতে মূলত তিনি এ সংস্কার চাচ্ছেন।

তবে দেশটির বিরোধীদল, শ্রম সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংস্থা তার এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে।

প্রেসিডেন্ট জাভিয়ের এ সংস্কার প্রস্তাবটি সিনেটে সমান সমান (৩৬-৩৬) ভোটে আটকে ছিল। পরে ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল তার ভোটাধিকার প্রয়োগ করে প্রস্তাবটি পাস করান।

এ সম্পর্কিত আরও খবর