কানাডার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইরানের রেভল্যুশনারি গার্ড

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-20 17:04:34

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বৃহস্পতিবার (২০ জুন) আধা-সরকারি ফারস নিউজ এজেন্সিকে বলেছেন, ‘ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কানাডার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তেহরান।’

তিনি আরও বলেন, ‘এটি কানাডার একটি অবিবেচনাপূর্ণ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।’

কানানি বলেন, ‘কানাডার পদক্ষেপ বিপ্লবী গার্ডদের বৈধতা এবং প্রতিরোধ ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলবে না, বরং ওই তালিকা অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে ইরান।’

উল্লেখ্য, রেভল্যুশনারি গার্ডসকে গত বুধবার (১৯ জুন) সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে অটোয়া। এই পদক্ষেপের কারণে কানাডায় বসবাসকারী সাবেক সিনিয়র ইরানি কর্মকর্তাদের তদন্তের আওতায় নেওয়া হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে বিপ্লবী গার্ডদের বিরুদ্ধে একই রকম একটি পদক্ষেপ নিয়েছিল। পশ্চিমা দেশগুলো অভিযোগ হলো, বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালানা করছে আইআরজিসি।

তেহরান বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরানের এই এলিট ফোর্স একটি সার্বভৌম প্রতিষ্ঠান, যা দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষায় নিবেদিত।

ছবি : সংগৃহীত

এ সম্পর্কিত আরও খবর